গাইবান্ধা পৌর পার্ক চত্বর পরিষ্কার করলো জুম বাংলাদেশ
আসুন আমরা সবাই - “নিজ জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পৌর পার্কে যেখানে সেখানে ময়লা ফেলা থেকে বিরত থাকি ”
গাইবান্ধা পৌর পার্ক গাইবান্ধা পৌরসভা নিয়ন্ত্রণাধীন সামাজিক বিনোদন কেন্দ্র হিসেবে অতি সুপরিচিত একটি উন্মুক্ত স্থান। গাইবান্ধা পৌর পার্কে প্রতিদিন গাইবান্ধা শহরসহ আশেপাশের উপজেলাগুলো থেকে ঘুরতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিশুসহ অনেকেই।
কিন্তু অসচেতনতা কারণে প্রতিনিয়ত অপরিষ্কার দেখা যায় পৌর পার্কটি। ময়লা ফেলার নির্দিষ্ট ঝুড়ি থাকা সত্ত্বেও ময়লা ফেলছে পুকুেরর ভেতর, পুকুরের সিঁড়িতে, রাস্তায়, শহীদ মিনারের পাশে, পত্রিকা ফলকসহ বিভিন্ন স্থানে।
পৌরসভা থেকে প্রতিনিয়ত পরিষ্কার করা হলেও তার পরেও অপরিষ্কার দেখা যায় পৌরপার্কটি। পার্ক পরিষ্কার করার দাযিত্ব যেমন পৌরসভার তেমনি পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সকলের। তাই আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে, নিজেকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে অন্যকেও নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে উৎসাহ করতে হবে।
সবাইকে সচেতন করার লক্ষ্যে জুম বাংলাদেশ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম নিয়মিত করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সবাইকে সচেতন করার লক্ষ্যে গাইবান্ধা পৌর পার্কটি ১৭ সেপ্টেম্বর, ২০২১ (শুক্রবার) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার ৪০জন স্বেচ্ছাসেবক মিলে পরিষ্কার পরিচছন্ন করে।
জুম বাংলাদেশ গাইবান্ধা শাখার সমন্বয়ক মেহেদী হাসান বলেন, আমাদের এই পরিচ্ছন্নতা কার্যক্রমটি চলমান থাকবে। এছাড়া মানুষকে সচেতন করতে ভবিষ্যতে বড় পরিসরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমটির আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন জুম বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়ক গাইবান্ধা শাখার সমন্বয়ক মেহেদী হাসান ও এনটি. স্মরণ ভলান্টিয়ার সানজিদা সানজি, নাজমুল হুদা, মিমজু আক্তার, শারমিন সুলতানা, মেহেদী হাসান অন্তর, সামিউল ইসলাম, তানান হাসান, রাকিব হাসান, কারিমুন আক্তার, শর্মিলা নদী, সাকু মিয়া, পান্না ভট্টাচার্য, রবিন সরকার, রিদম হাসান, উম্মে কুলসুম, আকাশ রহমান, আতিকুর আতিক, সোহেলী আক্তার, রায়হান সাকিব, লিমা দেব, রমা রানি, হারুন-অর-রশিদ, মনির হোসেন, আজিম উদ্দিন, জাহিদ হাসান, রাব্বি হাসান, উম্মে ফারহানা আক্তার, রুবেলসহ আরো অনেকে।